• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢা বি ভর্তি পরীক্ষা

জালিয়াতির দায়ে ১৩ পরীক্ষার্থীর কারাদণ্ড

আরটিভি অনলাইন ডেস্ক

  ২১ অক্টোবর ২০১৬, ১৮:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ১৩ পরীক্ষার্থীকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জানালেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী।

তিনি জানান, শুক্রবার সকালে বিভিন্ন কেন্দ্র থেকে জালিয়াতি সন্দেহে ১৩ পরীক্ষার্থীকে আটক করা হয়। পরীক্ষার সময় তারা মোবাইল ফোনের এসএমএস ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় তাদেরকে কারাদণ্ড দিয়েছেন পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে থাকা ঢাকা জেলার লালবাগ সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবীন্দ্র চাকমার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্যাম্পাস ও এর আশপাশের ৮৭টি কেন্দ্রে ক ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এ ইউনিটে বিভিন্ন বিভাগের ১হাজার ৭৪৫টি আসনের বিপরীতে এবার পরীক্ষা দিয়েছেন ৯০ হাজার ৪২৭ পরীক্ষার্থী।

পরীক্ষার হলে মোবাইল ফোন বা যোগাযোগ করা যায় এমন ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ ছিল নিষিদ্ধ। পরীক্ষার হলে অনিয়ম ও জালিয়াতিসহ যে কোনো অপরাধের তাৎক্ষণিক শাস্তি দিতে ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থাও ছিল।

কে/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh