• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘এক বিষয়ে পুরোপুরি, বাকি বিষয়ে আংশিক প্রশ্নফাঁস’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫০

'চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় এক বিষয়ের প্রশ্নপত্র পুরোপুরি ফাঁসের প্রমাণ পেয়েছে প্রশ্নফাঁস মূল্যায়ন কমিটি। বাকি কিছু বিষয়ে আংশিক ফাঁসের প্রমাণ মিলেছে।'

বললেন তদন্ত কমিটির আহ্বায়ক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর।

রোববার সচিবালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে তিনি একথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলমগীর বলেন, ‘একটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রশ্নফাঁসের প্রমান পেয়েছি। কোন বিষয় সেটা এখনই বলা যাবে না। আমরা আগামী ২৫ তারিখ মিটিং করে ২৬ তারিখে চূড়ান্ত যে সুপারিশ দেব সেখানে দেখতে পাবেন।’

সচিব বলেন, প্রশ্নপত্র ফাঁস নিয়ে পত্র-পত্রিকায় যেসব রিপোর্ট এসেছে এসব আমরা মিলিয়ে দেখছি। একই সঙ্গে ফাঁসের সময়ের বিষয়টিও আমরা মিলিয়ে দেখব। সুপারিশে থাকবে প্রশ্ন ফাঁসের সুবিধা কতজন পেয়েছে। কতক্ষণ আগে এবং কত নম্বরের প্রশ্ন ফাঁস হয়েছে।

অধিকাংশ বিষয়ের প্রশ্নই ফাঁস হয়েছে এটা আপনারা এখনো নিশ্চিত হতে পেরেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখুন, আমরা এই বিষয়গুলোই দেখছি। এখনই পরিষ্কার করে বলা যাচ্ছে না।’

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রশ্নফাঁসের গুজবে পরীক্ষার্থীদের প্রতারিত করার চেষ্টা চলছে : ঢাবি উপাচার্য
পরীক্ষা চলাকালে প্রশ্নফাঁস, ২ শিক্ষককে অব্যাহতি
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: আলোচিত দুই হাজার কর্মচারীকে পদায়ন
X
Fresh