• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঢাবি ভিসিকে উদ্ধারে সাধারণ শিক্ষার্থীদের পেটাল ছাত্রলীগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জানুয়ারি ২০১৮, ১৯:২৯

চার দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) প্রশাসনিক ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের পিটিয়ে ভিসি মো. আখতারুজ্জামানকে উদ্ধার করলো ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর থেকে নিজের কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর বিকেলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের ২০-২৫ জনের একটি দল তাকে মুক্ত করে।

এসময় অবস্থানরত শিক্ষার্থীদের ওপর কয়েক দফায় হামলা চালিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন রাজিব কুমার দাস, তাজুয়ার, জহর লাল রায়, অপু, আরশাদ, উম্মে হাবিবা বেনজীর, রায়হান, জাফরুল নাদিম, রাসেল ও লিটন নন্দী।

এর আগে দুপুর ১২টায় ভিসি কার্যালয়ের সামনে এসে অন্তত তিনটি ফটক একে একে ভেঙে বেলা দেড়টার দিকে ভিসির দরজার সামনের করিডোরে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
--------------------------------------------------------
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা চলাকালীন ফেসবুক-টুইটার বন্ধ : শিক্ষামন্ত্রী
--------------------------------------------------------

তিন ঘণ্টার বেশি অবরুদ্ধ থাকার পর বিকেল সোয়া তিনটার দিকে বোর্ড অব এডভান্সড স্টাডিজের একটি সভায় অংশ নিতে সিনেট ভবনে যাবার জন্য নিজের কার্যালয়ের পেছনের ফটক দিয়ে বের হন ভিসি। তখন তাকে ঘিরে ধরেন আন্দোলনকারীরা।

গত ১৫ জানুয়ারি রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আয়োজিত আন্দোলন কর্মসূচিতে ছাত্রীদের ওপর নিপীড়ন করে ছাত্রলীগ।

এরপর ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে শুরু হয় আন্দোলন। অধিভুক্তি বাতিল ছাড়াও নিপীড়ক ছাত্রলীগ নেতাকর্মীদের বহিষ্কার ও প্রক্টরের অপসারণসহ চার দফা দাবিতে গত সপ্তাহ থেকে এই আন্দোলন চালিয়ে আসছেন তারা।

আরও পড়ুন

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh