• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ দিনের ধর্মঘট চলছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০১৮, ১৮:২৫

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রোববার থেকে ধর্মঘট শুরু হয়েছে। দেশের সব জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে এ কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচি চলবে মঙ্গলবার পর্যন্ত।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে অংশ নিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষক নেতারা। ফলে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ঢাকামুখী হচ্ছেন শিক্ষক-কর্মচারীরা।

বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দীন বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আজ (রোববার) থেকে দেশের সব জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মঘট পালিত হচ্ছে। জাতীয়করণের আন্দোলন তীব্রতর করতে সব জেলার এমপিওভুক্ত শিক্ষকরা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আন্দোলনে যোগ দিচ্ছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: ঢাবি সিনেটে ২৫ জনের ২৪ জনই আ. লীগ সমর্থিত
--------------------------------------------------------

তিনি আরও বলেন, রোববার বিভিন্ন জেলা থেকে নতুন করে শিক্ষক-কর্মচারী আন্দোলনে যোগ দিয়েছেন। আগামী দু’দিন আরও অনেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে যোগ দিবেন।

রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সপ্তম দিনের মতো অনশন পালিত হচ্ছে। এতে শতাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকজন ভর্তি রয়েছেন হাসপাতালে। কেউ সুস্থ হয়ে আবার আন্দোলন যোগ দিচ্ছেন। কেউবা বাড়ি ফিরে যাচ্ছেন।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh