• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রাথমিক সমাপনীর প্রশ্নে ভুল: বরখাস্ত হলেন নেপথ্যের কর্মকর্তা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ নভেম্বর ২০১৭, ১৮:২০

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নে ভুলের ঘটনায় এক শিক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। ওই কর্মকর্তার নাম আব্দুল মান্নান। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একজন সহকারী শিক্ষা কর্মকর্তা।

গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামানের সই করা এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

মন্ত্রণালয়ের ওই আদেশে বলা হয়েছে, গাইবান্ধার সাদুল্লাহপুরের সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নানকে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে ২৩ নভেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হল।

ওই আদেশে বলা হয়, সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক ‘সাময়িক ভাতা’ পাবেন আব্দুল মান্নান।

চলমান প্রাথমিক শিক্ষা সমাপনীর সিলেট অঞ্চলের ইংরেজি ভার্সনের বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রে ৪০টি প্রশ্নে ইংরেজি ভাষা ও ব্যাকরণগত ভুল ছিল। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার পর বরখাস্তের সিদ্ধান্ত নিল মন্ত্রণালয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh