• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিসিএস লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহেই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ অক্টোবর ২০১৭, ২২:৫৮

আগামী সপ্তাহে ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের পর এ সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক আরটিভি অনলাইনকে জানান, আগামী সপ্তাহের মধ্যে ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, ৩৭তম বিসিএস পরীক্ষার প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার ফল অল্প সময়ের মধ্যে প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষার ফলাফলও দ্রুত প্রকাশের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি।

তিনি বলেন, এরই মধ্যে পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফলাফল তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সাদিক আরো বলেন, অতীতে কোনো বিসিএসে এত কম সময়ে ফল প্রকাশ হয়নি। তিনি বলেন, বিসিএস নিয়ে দীর্ঘসূত্রতা আছে; তা কমিয়ে আনতে বর্তমান কমিশন কাজ করছে। এটা তারই প্রতিফলন।

গেলো বছরের ১ নভেম্বর ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে উত্তীর্ণ হন ৮ হাজার ৫২৩ জন। বিসিএসের ইতিহাসে ওইবার এতো কম সময়ের মধ্যে প্রথম ধাপের ফল ঘোষণা হয়।

গেলো ৩০ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh