• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চবিতে মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ অক্টোবর ২০১৭, ১৪:৪৪

‘কর্মক্ষেত্রে স্বাস্থ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ আয়োজন করে দিনব্যাপী কর্মসূচি।

উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার চৌধুরী। পরে বঙ্গবন্ধু চত্বর হতে শোভাযাত্রা বিভিন্ন অনুষদ হয়ে জীববিজ্ঞান বিভাগে এসে শেষ হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব এডুকেশন অ্যান্ড কাইন্সেলিং সাইকোলজি'র ডিরেক্টর লিপি গ্লোরিয়া রোহারিও।

বক্তারা বর্তমান বিশ্বে মানসিক সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেন এবং মানসিক সমস্যা সমাধানে সচেতনতার পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোবিজ্ঞান বিভাগের সভাপতি লাইলুন নাহার। সঞ্চালনায় ছিলেন মনোবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক সাবিহা সুলতানা।

আলোচনা পরবর্তীতে আয়োজন করা হয় আবৃত্তি অনুষ্ঠান। এতে অংশ নেন কলকাতা হতে আগত জনপ্রিয় বাচিক শিল্পী সৌমিত্র ঘোষ।

এছাড়া লিপি গ্লোরিয়া রোজারিও ও মোস্তফা কামাল যাত্রা দু'টি কর্মশালা পরিচালনা করেন এবং মনোবিজ্ঞান বিভাগের মাষ্টার্স ও অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের দ্বারা বিভিন্ন সাইকোলজিক্যাল টেস্ট করানো হয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো ৯ কলেজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আবু তাহের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
X
Fresh