• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নীলক্ষেত অবরোধ করেছে ঢাবির অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ অক্টোবর ২০১৭, ১০:২৮

পরীক্ষার ফল প্রকাশের দাবিতে রাজধানীর নীলক্ষেত রাস্তা অবরোধ করছে ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববার সকাল ৯টা থেকে রাস্তা অবরোধ শুরু করে তারা।

অনার্স দ্বিতীয় ও চতুর্থ বর্ষের ফল প্রকাশসহ ৫ দফা দাবিতে রোববার এ অবরোধের শুরু করেছে তারা।

এর আগে শনিবার (৭ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের এ অবরোধের ঘোষণা দিয়েছিলেন আন্দোলন সংগঠক তবিবুর রহমান।

রোববার সকালে বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, আমরা শাহবাগ থেকে বৃহস্পতিবারই ঘোষণা করেছিলাম রোববার শহীদ মিনারের সামনে সমাবেশ করব। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। ফলে নীলক্ষেত মোড়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিই।

এখন রাস্তা অবরোধ করে সমাবেশ চলছে। সমাবেশ শেষে মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপিও দেয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীরা জানায়, ১২শ' শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার, অনার্স চতুর্থ এবং দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ ও সাত কলেজের জন্য স্বতন্ত্র ওয়েবসাইট খুলতে হবে।

নতুবা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
উন্নয়নে ঢাকা-থিম্পু একযোগে কাজের তাগিদ রাষ্ট্রপতির
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আইনের শাসন সুসংহত করতে হবে : রাষ্ট্রপতি
X
Fresh