• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘যারা প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ায় তারা পরীক্ষার্থীদের শত্রু’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ অক্টোবর ২০১৭, ১১:০৬

পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বলবো প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না। যারা প্রশ্নপত্র ফাঁসের এ গুজব ছড়ায় তারা পরীক্ষার্থীদের শত্রু। বললেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ (শুক্রবার)ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকাসহ সারাদেশে ২০টি কেন্দ্রে ৩৪টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৮২ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন। শান্তিপূর্ণভাবে যেন পরীক্ষা অনুষ্ঠিত হয় সেজন্য সংশ্লিষ্টরা পুরো বিষয়টি মনিটরিং করছেন। দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।

শুক্রবার সকাল ১০টায় সারাদেশে একযোগে শুরু হওয়া এ পরীক্ষা শেষ হয় বেলা ১১ টায়।