• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আন্দোলনের মুখে লম্বা ছুটিতে ব্র্যাকের রেজিস্ট্রার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ আগস্ট ২০১৭, ২০:৪৭

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ সাহুল আফজালকে দীর্ঘ ছুটিতে পাঠানো হয়েছে।

পাশাপাশি সহকারি রেজিস্ট্রার মো. মাহি উদ্দিন, জ্যেষ্ঠ কর্মকর্তা মো. জাবেদ রাসেল পদত্যাগ করেছেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্ট্রার সাহুল দীর্ঘ ছুটির আবেদন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি অনুমোদন করেছে। ৬ আগস্ট থেকে সেটি কার্যকর হবে।

একইসঙ্গে সিকিউরিটি গার্ডের দ্বারা শিক্ষার্থী হয়রানির যে অভিযোগ আনা হয়েছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয় কমিটি সেটি নিয়েও কাজ শুরু করেছে।

এর মাধ্যমে শিক্ষার্থীদের সব দাবিই মেনে নিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গেলো রোববার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল’ বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদের চাকরিচ্যুতির জের ধরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাহমুদ সাহুল আফজাল ও সহকারি রেজিস্ট্রার মো. মাহিউদ্দিন ও জাভেদ রাসেলের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষক ফারহান উদ্দিন আহমেদকে মারধর করা হয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh