• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাবির শহীদুল্লাহ হলের নাম পরিবর্তন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুন ২০১৭, ১৮:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'শহীদুল্লাহ হলের' নাম পরিবর্তন করা হয়েছে। হলটির নতুন নাম 'ড. মুহম্মদ শহীদুল্লাহ হল' করা হয়েছে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাবির জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

জনসংযোগ বিভাগ থেকে জানা যায়, দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক হলের নাম পরিবর্তনের বিষয়টি সিনেটে উত্থাপন করেন।

পরে সিনেট সদস্যরা উপাচার্যের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করায় বিষয়টি চূড়ান্ত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী হল। প্রথমে এই হলের নাম ছিল ঢাকা হল।

১৯৬৯ সালে এশিয়ার বিখ্যাত পণ্ডিত, জ্ঞানতাপস ডঃ মুহম্মদ শহীদুল্লাহের নামানুসারে এই হলের নাম করণ করা হয় শহীদুল্লাহ্‌ হল।

তবে এতদিন তার পুরো নামটি সংযুক্ত ছিল না।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh