• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রলীগ কর্মীর মামলায় ছাত্র ইউনিয়ন নেত্রী গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট, রাঙামাটি

  ০৩ জুন ২০১৭, ১৬:৪৫

ফেসবুকের এক স্ট্যাটাসকে কেন্দ্র করে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংসদের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার চায়না পাটোয়ারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ শাখা ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক।

রাঙামাটি শহরের চম্পকনগর এলাকার এহসান উদ্দিন ঋতু নামের এক ছাত্রলীগকর্মী এ মামলাটি করেছেন।

শনিবার দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ জানান, চায়না পাটোয়ারীর স্ট্যাটাস 'আপত্তিকর' এমন দাবি করে ছাত্রলীগকর্মী এহসান উদ্দিন ঋতু বাদী হয়ে মামলাটি করেছেন। রাত ১১টার দিকে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি হয়।

ওই মামলায় চায়না পাটোয়ারীকে গ্রেপ্তার দেখানো হয়।

ওসি আরো জানান, মামলার পর শনিবার সকালে ছাত্র ইউনিয়ন নেত্রীকে আদালতে হাজির করা হয়। কিন্তু আদালত না বসায় তাঁকে হাজতে পাঠানো হয়েছে। রোববার তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh