• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জাহাঙ্গীরনগরের পাশে চট্টগ্রামের শিক্ষার্থীরা

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ৩১ মে ২০১৭, ২১:৩০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনে সংহতি জানিয়েছেন চট্টগ্রামের প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থীরা।

বুধবার বিকেলে নগরীর আন্দরকিল্লা মোড়ে অনুষ্ঠিত এই সমাবেশে এ সংহতি জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজের মাস্টার্সের শিক্ষার্থী গোলাম সরওয়ার, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভৌমিক অটল, অনিরুদ্ধ দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গৌরচাঁদ ঠাকুর, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এঞ্জেল চাকমাসহ আরো অনেকে।

সমাবেশে ভৌমিক অটল বলেন, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী সহপাঠী হত্যার প্রতিবাদ জানিয়ে যৌক্তিক দাবি তুলেছিল। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ এবং পুলিশ দিয়ে হামলা করিয়ে মামলা দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের দেউলিয়াত্ব স্পষ্ট করেছে।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রতি প্রতিহিংসাপরায়ণ আচরণ বন্ধ করে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থীদের সব দাবি মেনে নিতে হবে।

একইসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা-মামলারও নিন্দা জানান তারা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh