• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাবিতে ভর্তি কার্যক্রম শুরু, আসন বাড়ছে ২শ’

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ আগস্ট ২০১৬, ১৫:৩৪

চলতি শিক্ষা বর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালেয় - ঢাবিতে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে প্রায় দু’শ আসন বাড়ানো হচ্ছে বলে জানালেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সোমবার সকালে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনলাইন ভর্তি কার্যক্রম উদ্বোধনের সময় এ তথ্য জানান তিনি।

উপাচার্য বলেন, নতুন বিভাগ চালু হওয়া এবং কিছু বিভাগ ও ইনস্টিটিউটে আসন বৃদ্ধি করায় এবার মোট আসনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ বছর আবেদনের যোগ্যতা গেলবারের মতোই রাখা হয়েছে।

‘ক’ থেকে ‘চ’ ইউনিটে ৭ সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত আবেদন করে ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। চলতি শিক্ষাবর্ষে আসন ৬৮০০টি, যার মধ্যে ক-ইউনিটে ১৬৮০টি, খ-ইউনিটে ২২৪১টি, গ-ইউনিটে ১১৭০টি, ঘ-ইউনিটে ১৪৪০টি এবং চ-ইউনিটে ১৩৫টি।

এবারও ব্যাংক ও অনলাইন সার্ভিস চার্জসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০ (তিনশত পঞ্চাশ) টাকা রাখা হয়েছে।

বিস্তারিত তথ্য ওয়েবসাইটে ( http://admission.eis.du.ac.bd ) জানা যাবে।

কে/

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh