• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যশোরের চমক

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ আগস্ট ২০১৬, ১৪:৪৪

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে যশোর বোর্ড। এই বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৪২ শতাংশ।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল বিস্তারিত তুলে ধরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গেলো বার এই বোর্ডের ফল সবচেয়ে খারাপ ছিল। অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার কুমিল্লা বোর্ডে। এই বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ।

এ ছাড়া রাজশাহী বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৪০ শতাংশ, ঢাকা বোর্ডে ৭৩ দশমিক ৫৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭০ দশমিক ৬৪ শতাংশ, বরিশাল বোর্ডে ৭০ দশমিক ১৩ শতাংশ, সিলেট বোর্ডে ৬৮ দশমিক ৫৯ শতাংশ এবং চট্টগ্রাম বোর্ডে ৬৪ দশমিক ৬০ শতাংশ।

গেল ৩ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় জুনে।

কে/

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh