• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইবি’র এফ ইউনিটে ১৬ মার্চের ভর্তি পরীক্ষা স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট, কুষ্টিয়া

  ১৩ মার্চ ২০১৭, ১৮:২৩

প্রশ্নপত্র ফাঁসের কারণে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়-ইবি’র ‘এফ’ ইউনিটের পুনঃনির্ধারিত ১৬ মার্চের ভর্তি পরীক্ষা ২ মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের বিচারক জুবায়ের রহমান চৌধুরী ও ইকবাল কবীর এ স্থগিতাদেশ দেন।

ইবি’র জনসংযোগ বিভাগের উপ-রেজিস্টার ড. আমানুর আমান বলেন, এক শিক্ষার্থীর রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দিয়েছেন। ফলে ১৬ মার্চ এই ইউনিটের যে ভর্তি পরীক্ষা হবার কথা ছিল তা আপাতত হচ্ছে না।

ইউনিটটির ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির দেয়া রিপোর্টে প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রমাণিত হলে গেলো ৬ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ভর্তি পরীক্ষা বাতিল করা হয়। পাশাপাশি ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তিও বাতিল করা হয়। আসছে ১৬ মার্চ তারিখে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার তারিখ ঘোষণা করা হয়।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh