• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দুদকের পদক্ষেপে নামীদামি বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য হয় না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ মার্চ ২০১৭, ১৭:০০

দুর্নীতি দমন কমিশনের অগ্রিম সতর্কতামূলক পদক্ষেপের কারণে এখন ঢাকার নামীদামি বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য হয় না। বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শুক্রবার শিক্ষার্থীদের সঙ্গে দুদকের ঘণ্টাব্যাপী দুর্নীতিবিরোধী মানববন্ধনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দুদক একটি কার্যকর প্রতিষ্ঠান। তাদের কার্যক্রমের ফলে দেশের দুর্নীতি এখন অনেকটাই কমে এসেছে। বিশেষ করে নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ বছর কোনো ভর্তি বাণিজ্য হয়নি।

নুরুল ইসলাম বলেন, দুদকের কার্যক্রমে সরকারের পুরো সমর্থন রয়েছে। দুর্নীতি নিয়ন্ত্রণ ছাড়া উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছানো সম্ভব নয়। অতীতে ভর্তি বাণিজ্য ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও এবারের মতো স্বচ্ছভাবে ভর্তিপ্রক্রিয়া শেষ করা যায়নি। দুদকের কার্যক্রমের প্রত্যাশিত ফল পাওয়া গেছে।

এসময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশের নয় গোটা বিশ্বের সমস্যা। প্রবীণদের চেয়ে নবীনদের মানসিকতার পরিবর্তন সহজ। তাই কমিশন তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধে রাজপথে নেমেছে। ক্ষমতা কিংবা অর্থের জোরে কেউ আইন মানবেন না সে সংস্কৃতি ইতিমধ্যেই ভেঙে দিয়েছি।

এইচটি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh