• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিসিএস প্রিলিমিনারি ৩০ সেপ্টেম্বর

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ আগস্ট ২০১৬, ১৫:৩২

৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর। এদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা হবে।

সরকারি কর্মকমিশন - পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কমিশনের সভায় এ তারিখ ঠিক হয়। এবার আড়াই লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেবেন।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে পরীক্ষা হবে। পরীক্ষাকেন্দ্র ও আসনবিন্যাস পরে জানানো হবে।

পরীক্ষা হলে ঘড়ি, মুঠোফোনসহ সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক ও ব্যাগ নিষিদ্ধ। সময় জানার জন্য পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি থাকবে। কারো কাছে এগুলো পাওয়া পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। একইসঙ্গে পিএসসির ভবিষ্যৎ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গেল ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি।

কে/

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh