• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খান মোহাম্মদ ফারাবী সাহিত্য পুরস্কার পেলেন নির্মলেন্দু গুণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ আগস্ট ২০১৮, ২১:২৬

খান মোহাম্মদ ফারাবী সাহিত্য পুরস্কার পেলেন দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণ।

শুক্রবার রাতে ঢাকার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সাহিত্য একাডেমি, ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত ‘খান মোহাম্মদ ফারাবী সাহিত্য পুরস্কার’ ও স্মৃতি-সম্মেলন-২০১৮ অনুষ্ঠানে পুরস্কার দেয়া হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ‘মত ও পথ’ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, খান মোহাম্মদ ফারাবী জীবনের অল্প সময়ের মধ্যে বাংলা সাহিত্যে তার মেধার পরিচয় রেখে গেছেন।

তিনি বলেন, ফারাবী বেঁচে থাকলে দেশবরেণ্য কবি, সাহিত্যিক অথবা রাজনীতিবিদ হতে পারতেন। তিনি ফারাবীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। এসময় তিনি জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখনসহ ব্রাহ্মণবাড়িয়ার সব কৃতি সন্তানদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।