• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মায়াবী জীবন

শাহাজাদা বসুনিয়া

  ১৭ এপ্রিল ২০১৮, ১৪:৪৪

জীবন সুন্দর! তবুও জীবন থেকে পালাতে চেষ্টা করি

ছায়া-রোদে ঘুরি

বৃষ্টি-রোদে ঘুরি

কত পথ চলি, ধূলি-ধূসরে ঘুরি

বর্ষা এলে, বৃষ্টির ফোঁটা পড়ে দেহে

বৃষ্টিভেজা দেহে স্বপ্নের জাল বুনি

মনে কৃষ্ণচূড়া ফুঁটে থাকে থরে থরে

মনে মনে ভাবি জীবনের মূল্য কী ?

ছুটে যাই বনে

বন্য ফুল ফুঁটে থাকে ডালে ডালে

ছুটে যাই নদীর কিনারে

নদীর জল মনের ভেতর করে খলখল।

কাক ডাকে ভোরে, নিসর্গের ছোঁয়া পড়ে শরীরে

ডাকে পাখি, দৃষ্টিনন্দনে ভরে যায় আঁখি

জীবন হয়ে উঠে মধুময়

মনের প্লাজায় ভেসে ওঠে শ্রাবণ সন্ধ্যা

রাতের গভীরে অশ্রুসিক্ত স্মৃতি

স্মৃতি উঁকি মারে অনির্বিঘ্ন বিশ্রামের ফাঁকে ফাঁকে

পবিত্র আত্মায় সবুজ ঘাস চোখ মেলে তাকায়

নির্দোষ মনের কিনারা ডুবে থাকে শ্যামলিমায়,

রানীহাঁস দিঘীর পথে

চষে বেড়ায় খালে-বিলে

একটু দূরেই বুনোহাঁস পাখনা মেলেই ফুটফুটে সাদা।

দিঘীর পারের ঠাসবুনোট

গাছগাছালি উঁকি মারে জ্যোৎস্না আলোয়,

চিরকাল বেশ এভাবেই চলে জীবন

জীবন সুন্দর! বুকের মধ্যটায় অচেনা জীবন,

ফাঁকে ফাঁকে অজস্র স্মৃতি লুকোচুরি খেলে

অস্পষ্ট স্মৃতিগুলো জীবন থেকে বেরিয়ে যাবার পথ খুঁজে

পালাবো কোথায় ? জীবন অতি মায়াময়।।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গান, কবিতায় শিশু একাডেমিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন 
১১১টি কবিতা নিয়ে ননীগোপালের ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’ বইমেলায়
কবি বঙ্গ রাখালের দুটি কবিতার বই ‘কে বলে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়’ ও ‘জন্মান্ধ ঘোড়া’ 
অভ্যুত্থান : কবিতায় নয়, কবিতার 
X
Fresh