• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

একুশে গ্রন্থমেলায় বিনয় মিত্রের ‘ধর্ম, ধর্মতন্ত্র ও ব্রাহ্মণ্যবাদ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৪

অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে কবি, গবেষক ও প্রাবন্ধিক বিনয় মিত্রের গবেষণামূলক গ্রন্থ ‘ধর্ম, ধর্মতন্ত্র ও ব্রাহ্মণ্যবাদ’।

বইটি প্রকাশিত হয়েছে ইত্যাদি গ্রন্থপ্রকাশ থেকে এবং বইটির মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।

বইটি সম্পর্কে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার আরটিভি অনলাইনকে বলেন, বিনয় মিত্র ‘ধর্ম, ধর্মতন্ত্র ও ব্রাহ্মণ্যবাদ’ নামের বইটি লিখতে গিয়ে অনেক শ্রম ব্যয় করেছেন।

ধর্ম ও ধর্মতন্ত্র এই দুইটির ব্যাপারে যে পার্থক্য আছে তা অনেকেই বুঝে না। রবীন্দ্রনাথ ধর্ম বলতে বুঝিয়েছেন মনুষ্যত্বকে। কাজেই তিনি যখন ধর্ম বলতেন সেখানে ইংরেজি রিলিজিয়নকে নির্দেশ করেননি। ১৯১৭ সালে রাবীন্দ্রনাথ একটি প্রবন্ধে ধর্ম ও ধর্মতন্ত্রের বিষয়টিকে চমৎকারভাবে ব্যাখ্যা করেছিলেন।

ঠিক একইভাবে বিনয় মিত্র তার ‘ধর্ম, ধর্মতন্ত্র ও ব্রাহ্মণ্যবাদ’ বইটিতে ধর্মের সঙ্গে ধর্মতন্ত্রের পার্থক্যটিকে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।

আসলে যেটাকে হিন্দু ধর্ম বলা হয় সেটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। ব্রাহ্মণের রীতি-নীতি মেনে চলা।

ব্রাহ্মণ্যবাদ একটা শোষক শ্রেণির মতবাদ।যারা শুদ্র ও সাধারণ মানুষকে অত্যাচার নিপীড়ন করেছেন। সেই বিষয়টিকে লিপিবদ্ধ করেছেন বিনয়।

আমি আশা করি বিনয় মিত্রের ধর্ম, ধর্মতন্ত্র ও ব্রাহ্মণ্যবাদ গ্রন্থটি পাঠ করলে অনেক নতুন জিনিস ও নতুন ভাবনার খোরাক পাবে পাঠক।

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, শিক্ষক কারাগারে
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট, যুবককে পিটুনি
টাকা জমা না দেওয়ায় ২২ হজ এজেন্সিকে চিঠি
বেসরকারি হজযাত্রী প্রতিস্থাপন নিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
X
Fresh