• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অপ্রিয় সত্য

মির্জা রুমনের কবিতা

  ২৯ জানুয়ারি ২০১৮, ১১:৩৮

মাঝে-মাঝে কোনো মন খারাপের রাতে,

উঁকি দেয় দুঃস্বপ্নরা।

বলে দেয় অপ্রিয় সত্য।

যে সত্যের চেয়ে বোধহয় মিথ্যে ভাল।

কোনো এক মিথ্যেকে আশ্রয় করে,

কাটিয়ে দেওয়া সময়গুলোও হয়তো

অপ্রিয় সত্য থেকে অনেক ভাল।

যে ভাল ভাল নয়, সে ভালই যদি সত্যি হয়!

দুঃস্বপ্নের রং কি? কালো না নীল?

এমন প্রশ্নে বিভোর হলে,

জানি, মিলবে না তার কোন সদুত্তর।

তবুও হয়তো মানুষ উত্তরই খোঁজে।

আবশ্যিক উত্তর, এ যেন চিঠি লেখার জন্য

কোন আবশ্যিক ঠিকানা।

কিন্তু ঠিকানাটি যদি হয় ভুল?

'ঠিকানাটি ভুল’- মানা যাবে সে সত্য?

জেবি

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবিতে বিবস্ত্র করে র‌্যাগিংয়ের ঘটনায় সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
ফেঁসে যাচ্ছেন পরীমণি, হত্যাচেষ্টার অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই
প্রথম সিনেমায় যত টাকা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন শর্মিলা
আর সত্যি কথা বলবেন না আবুল কালাম আজাদ
X
Fresh