• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

এ এইচ মুরাদ-এর তিনটি কবিতা

এ এইচ মুরাদ

  ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৯

তুমি নেই বলে

রাজধানী আজ ভীষণ শূন্য লাগে
তুমি নেই বলে
আকাশটাও কাঁদছে তপ্ত রোদে
তুমি নেই বলে
চাঁদটা নাকি ডুব দিয়েছে মেঘে
তুমি নেই বলে
স্বপ্নগুলো হার মেনেছে আগেই
তুমি নেই বলে
আমার পৃথিবী শূন্য শূন্য লাগে
তুমি নেই বলে.........

নারী

মোহনায় জন্ম নিয়েছিল যে প্রেম

হারিয়ে গেছে তা সাগরের অতলে

নারী তুমি সত্যই বড় খেয়ালি।

ইচ্ছে হলে ভাসাও তীরে ইচ্ছে হলে ডোবাও

নেশায় মাতাও পুরো পৃথিবীর আদম সন্তান

তোমায় চিনতে পারেনি কতো জ্ঞানী-মনিষী

বোঝেনি তোমার মন

পানির মতোই তরল তুমি

যে পাত্রে হও সম্পাদন সেই রূপ কর ধারণ

সত্যি তুমি বহুরূপী করছো বিশ্ব শাসন।

আক্ষেপ

কেউ ডাকেনি কাছে

কেউ বাসেনি ভালো

কেউ দেয়নি একটু ছোঁয়া

বৃষ্টির ফোঁটার মতো।

কেউ আসেনি কাছে

রাখেনি-এ চোখে চোখ

আলতো করে হাতে হাত রেখে

বলেনি কখনো তোমার পাশেই রেখো।

অবুঝ হৃদয় বলে বারে বার

কেউ বাসেনি ভালো।

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আভরাল-শাম্মীর গানচিত্র ‘তুমি আমার কে’
তুমি আমার জীবন এত সুখে ভরিয়ে দিলে খোদা : পরীমণি (ভিডিও)
আরটিভিতে আজ যা দেখবেন
তামিমের গোঁয়ার্তুমি, কড়া হুঁশিয়ারি পাপনের
X
Fresh