• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১ বছর পূর্তিতে 'পেন্সিল' এর ৫ দিনব্যাপী উৎসব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪২

সাহিত্যচর্চা বিষয়ক সংগঠন ‘পেন্সিল’ এর একবছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে ‘জীবনের যত রঙ’ শ্লোগানে ৫ দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে সংগঠনটি।

আগামী ১২ থেকে ১৬ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে হবে এ উৎসব।

পেন্সিলের উদ্যোক্তা ডা. এস এম নিয়াজ মাওলা জানান, উৎসবে 'পেন্সিল' ও তার পরিবারের সদস্যদের আলোকচিত্র ও চিত্রকলা প্রদর্শনী, সুবিধাবঞ্চিত শিশুদের আঁকা ছবি প্রদর্শনী, কবিতা আবৃত্তির এ্যালবাম ‘তবু কবিতায় বলে দিয়েছি’ প্রকাশ হবে।

এছাড়া 'পেন্সিল' সদস্যদের প্রকাশিত বই নিয়ে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে।

তিনি আরো জানান, প্রদর্শনীতে ছবি বিক্রি থেকে আয়ের পুরোটাই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় করা হবে।

পেন্সিল সম্পর্কে ডা. নিয়াজ জানান, ক'জন সমবয়সী বন্ধু, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে পড়তেন, তাদের সাহিত্য নিয়ে নতুন কিছু করার অভিপ্রায় থেকেই পেন্সিলের জন্ম। ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর রাতে এর কার্যক্রম শুরু হয়। নাম দেয়া হয় পেন্সিল।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
X
Fresh