• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্থায়ী নিয়োগবঞ্চিত দুই বিচারপতির আবেদনের শুনানি একসঙ্গে

অনলাইন ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৯

স্থায়ী নিয়োগবঞ্চিত হাইকোর্ট বিভাগের দুই অতিরিক্ত বিচারপতির আবেদনের শুনানি এক সঙ্গে অনুষ্ঠিত হবে।

নিয়োগ বঞ্চিত ফরিদ আহমদ শিবলীর আবেদন শুনানির জন্য গ্রহণ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ আজ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে মনজিল মোরসেদ বলেন, আপিল বিভাগে নিয়োগবঞ্চিত আরেক প্রাক্তন বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের আবেদনও শুনানির জন্য রয়েছে। সেই মামলার সঙ্গেই বিচারপতি ফরিদ আহমদ শিবলীর আবেদনেরও শুনানি হবে বলে আপিল বিভাগ সিদ্ধান্ত দিয়েছে বলে আদালত সূত্র জানায়।

বিচারপতি আলতাফ হোসেনের মামলা যেদিন কার্য তালিকায় আসবে সেদিনই ফরিদ আহমদ শিবলীর আবেদনের ওপরও শুনানি হবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh