• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ কেন অবৈধ নয়

অনলাইন ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৯

বিচারক নিয়োগ সংক্রান্ত ৯৫ এবং বিচারকদের বদলি, শৃঙ্খলা ও পদোন্নতি বিষয়ক ১১৬ অনুচ্ছেদসহ সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ কেন অবৈধ ও সাংঘর্ষিক ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার সকালে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

গেলো বছরের ৩ নভেম্বর হাইকোর্টে রিটটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পরে ২০ ফেব্রুয়ারি শুনানি শেষে ২৬ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ঠিক করেন আদালত।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh