• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শিশু জিহাদের মৃত্যু মামলার রায় রোববার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:০৫

রাজধানীর শাহজাহানপুরে পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার রায় আজ রোববার। এ রায় ঘোষণা করবেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। আমরা আশা করছি আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে। আমরা আদালতের কাছে ন্যায়বিচারের প্রত্যাশা করছি।

বাদীপক্ষের আরেক আইনজীবী বলেন, আসামিদের বিরুদ্ধে যে আইনে অভিযোগ গঠন করা হয়েছে তার সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী বলেন, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়নি। আমরা আশা করছি আসামিরা খালাস পাবেন। মামলায় আমরা ন্যায়বিচার প্রত্যাশা করছি।

মামলায় বিভিন্ন সময়ে মোট ১৩ জন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য দেন। এর মধ্যে সাফাই সাক্ষ্য পেশ করেন তিনজন। ২০১৬ সালের ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর বাদীর ছেলে জিহাদ কূপের পাশে খেলার সময় পাইপে পড়ে মারা যায়। এ ঘটনায় জিহাদের বাবা নাসির ফকির ‘দায়িত্বে অবহেলায়’ জিহাদের মৃত্যুর অভিযোগ এনে শাহজাহানপুর থানায় মামলা করেন।

আর/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh