• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রায় পুনর্বিবেচনা চেয়ে মুফতি হান্নানের আবেদন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২২:১৬

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর বোমা হামলা মামলায় আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন হুজি নেতা মুফতি হান্নান।

বৃহস্পতিবার মুফতি হান্নানের পক্ষে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন অ্যাডভোকেট নাহিদা সুলতানা।

তিনি বলেন, ১শ’ পৃষ্ঠার রিভিউ আবেদন আজ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়া হয়েছে। আবেদনে মৃত্যুদণ্ড থেকে খালাসের আরজিও করা হয়েছে।

২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালালের এর মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা করে জঙ্গিরা। এ ঘটনায় ২ পুলিশ কর্মকর্তাসহ ৩ জন নিহত হন। আহত হন আনোয়ার চৌধুরীসহ বেশ কয়েকজন।

পরে গ্রেনেড হামলার ঘটনায় করা মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান, জঙ্গি শরিফ শাহেদুল ও দেলোয়ারকে মৃত্যুদণ্ড দেন। অপর আসামি মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গেলো বছরের ফেব্রুয়ারিতে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন।

গেলো ৭ ডিসেম্বর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে তিন জঙ্গির আপিল খারিজ করেন সুপ্রিম কোর্ট। গেলো ১৭ জানুয়ারি আপিল বিভাগের ৬৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh