• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ডিআইজি প্রিজনকে হাইকোর্টে তলব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৯

বিনা বিচারে এক দশকের বেশি সময় কারাগারে থাকা ১০ আসামিকে ডাণ্ডাবেরি পরিয়ে আদালতে হাজির করায় ডিআইজি প্রিজনকে তলব করেছেন হাইকোর্ট।

আসছে ৯ মার্চ ডিআইজি প্রিজনকে হাইকোর্টে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ ডাণ্ডাবেরি পরিয়ে আসামিকে আদালতে হাজির করার ব্যাখ্যা চেয়ে এ আদেশ দেন।

গেলো ৭ ফেব্রুয়ারি বিনা বিচারে কারাগারে থাকা ১০ বন্দির জামিনে মুক্তি ও আইনি সহায়তা দিতে হাইকোর্টের দু’ টি বেঞ্চে আবেদন করে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চে আবেদন করা হয়।

আসামিরা হলেন- নজরুল ইসলাম, সিরাজ, আলম মিয়া, মতিউর, ফেয়ন, কাইলা কালাম, আবদুল খালেক, অপূর্ব দাস, তৈয়ব শেখ, সুমন ওরফে নুরুজ্জামান।

ওই দিন আদালত আবেদনের শুনানি শেষে বিনা বিচারে আটক ১০ বন্দিকে বৃহস্পতিবার আদালতে হাজিরের নির্দেশ দেন। আদালতের আদেশে কারা কতৃপক্ষ আসামিদের ডাণ্ডাবেরি পরিয়ে আদালতে হাজির করে।

পরে আসামিদের কেন ডাণ্ডাবেরি পরিয়ে আনা হয়েছে ডিআইজি প্রিজনের কাছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এই ১০ জনের মধ্যে ১ জনকে জামিন দিয়েছেন আদালত বাকি ৯ জনের বিচারিক নথি তলব করেছেন।

এইচটি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh