• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নিঃশর্ত ক্ষমা চাইলেন ময়মনসিংহের এসপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৩

মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত ওয়াজ উদ্দিনকে পলাতক দেখিয়ে প্রতিবেদন দেয়ায় ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সতর্ক করে দিয়ে ক্ষমা প্রার্থনা মঞ্জুর করেন।

ওয়াজ উদ্দিনকে পলাতক দেখানোর ঘটনায় পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হকের ব্যাখ্যা গ্রহণ করেননি ট্রাইব্যুনাল। আসছে ১০ দিনের মধ্যে আবারো ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের ৭ মাস আগেই তিনি মারা যান। কিন্তু ট্রাইব্যুনালে দেয়া অভিযোগপত্রে তাকে পলাতক দেখানো হয়।

গেলো ১১ জানুয়ারি ময়মনসিংহের মৃত ওয়াজ উদ্দিনকে পলাতক দেখিয়ে প্রতিবেদন দেয়ায় সংশ্লিষ্টদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। বিষয়টি খতিয়ে দেখতে প্রসিকিউশনকে মৌখিক নির্দেশনাও দেয়া হয়। পরে ৩১ জানুয়ারি মৃত ওয়াজ উদ্দীনকে পলাতক ঘোষণা করে প্রতিবেদন দেয়ায় ময়মনসিংহের পুলিশ সুপারকে তলব করেন ট্রাইব্যুনাল।

এইচটি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh