• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পদ্মা সেতু দুর্নীতির গল্প সৃষ্টিকারী কে জানতে চান হাইকোর্ট

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৭

পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে এমন গল্প কে সৃষ্টি করছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এছাড়া ভিত্তিহীন সংবাদ প্রচার ও এর পেছনের ষড়যন্ত্রকারীদেরও খুঁজে বের করতে কেন কমিশন গঠনের নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। আসছে দু’ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আসছে ৩০ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

রুলে পদ্মা সেতু প্রকল্পের প্রকৃত ষড়যন্ত্রকারীদের কেন বিচারের মুখোমুখি করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

চলতি মাসে দেশের একটি জাতীয় দৈনিকে ড. ইউনূসের বিচার দাবি, ক্ষমা চাওয়ার আহ্বান শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। আদালত ওই প্রতিবেদন আমলে নিয়ে বৃহস্পতিবার এ রুল জারি করেন।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh