• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইসির নিয়োগ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৮

সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনারসহ ৫ কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হলো হাইকোর্টে। এতে শুনানি না হওয়া পর্যন্ত নিয়োগের প্রজ্ঞাপন বাতিল ও শপথ নেয়া স্থগিত করতেও বলা হয়েছে।

রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র বেঞ্চে রিটটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।

তিনি জানান, সংবিধান অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসরে যাবার পর ফের অন্য কোনো পদে কোনো ব্যক্তি থাকতে পারবেন না।

রিটে বলা হয়েছে, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন করতে হবে। কিন্তু এ আইন না করেই কমিশন গঠন করা হয়েছে। এছাড়া যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে, তারা সবাই সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। পাবলিক সারভেন্ট (রিটায়ার্ডমেন্ট) অ্যাক্ট-৭৪ অনুযায়ী অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে পুনরায় নিয়োগ দেয়া যাবে না।

এতে কেবিনেট সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট ৮ জনকে বিবাদি করা হয়েছে। সোমবার রিটের শুনানির দিন ঠিক করা হয়েছে।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh