• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বর্জ্য সংগ্রহে ব্যবহার হচ্ছে শিশুরা

জাহিদ রহমান

  ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৮

ঢাকার দুই সিটি করপোরেশনের বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে ব্যবহার করা হচ্ছে শিশুদের। শিশুদের এমন দৃশ্য দেখে বিবেকবান যেকোনো মানুষেরই অন্তরাত্মা কেঁপে ওঠার কথা। কিন্তু ইট-কাঠ-পাথরের শহরের বাসিন্দাদের হৃদয়ও যেনো রূপ নিয়েছে পাথরে। তাই এসসব দেখেও, এখন আর তেমন কারো মন কাঁদে না।

ভাঙারির টাকার লোভে পড়ে শিশুরা নিজেদের ভবিষ্যৎ নষ্ট করলেও, এর দায় সিটি করপোরেশনেরই এ মন্তব্য বিশেষজ্ঞদের। প্রতিদিন প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও, তা মানতে নারাজ করপোরেশনের কর্মকর্তারা।

যে সময় এসব শিশুর স্কুলে যাওয়া, খেলাধুলা করার কথা, সে সময়টি কাটছে আবর্জনার ঘানি টেনে। এসব শিশুর শ্রমে-ঘামে নিজেদের সন্তানকে দুধে-ভাতে রাখলেও, পরের সন্তানকে বিপজ্জনক কাজে ঠেলে দিতে বিন্দুমাত্র বাধে না নিয়োগ কর্তাদের।

শিশুরা ভাঙারির সামান্য টাকার লোভে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকি নিয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে, তা নিজেরাও জানে না।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। এর দায় সিটি করপোরেশন এড়াতে পারে না।

আর অন্য বিষয়ের মতো এ নিয়েও অজুহাতের শেষ নেই করপোরেশনের।

রাজধানীকে আবর্জনামুক্ত করতে শিশুদের যারা আবর্জনায় পরিণত করছেন, তারা কী কখনো দেশের আগামি প্রজন্মের কথা ভেবে দেখেছেন? এমন প্রশ্ন প্রতিটি বিবেকবান মানুষের।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh