• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মৃত্যু পরোয়ানা শুনলেন মুফতি হান্নান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩৩

হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে কারাগারে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে।

মঙ্গলবার সকালে কাশিমপুর কারাগারে তাকে এ পরোয়ানা শোনানো হয়। জানালেন জেল সুপার মিজানুর রহমান।

সোমবার রাতে মুফতি হান্নানসহ ৩ জঙ্গির পরোয়ানা কাশিমপুর কারাগারে পৌঁছায়।

মিজানুর রহমান জানান, সোমবার রাতে মুফতি হান্নানসহ ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩ জঙ্গির মৃত্যু পরোয়ানা হাতে পেয়েছি। এখন পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে দণ্ড কার্যকর করা হবে।

২০০৪ সালের ২১ মে সিলেটের হজরত শাহজালাল (রহ.) এর মাজারে সাবেক বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। ওই হামলায় আনোয়ার চৌধুরীসহ বেশ কয়েকজন আহত হন। নিহত হন পুলিশের দুই কর্মকর্তাসহ ৩ জন।

পরে গ্রেনেড হামলার অভিযোগে হুজি নেতা মুফতি হান্নানসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা করে পুলিশ। ২০০৮ সালের ২৩ ডিসেম্বর ওই মামলায় বিচারিক আদালত ৩ জনের মৃত্যুদণ্ড দেন। পরে এর বিরুদ্ধে আপিল করে আসামিরা। গেলো বছরের ৭ ডিসেম্বর আপিল বিভাগও বিচারিক আদালতের দেয়া মৃত্যু দণ্ড বহাল রাখেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩ জন হলো- হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল এবং দেলোয়ার হোসেন ওরফে রিপন।

মুফতি হান্নানের মৃত্যু পরোয়ানা কারাগারে

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh