• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জবি উপাচার্যকে ক্যান্টিনে খেতে ছাত্র ইউনিয়নের আমন্ত্রণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫৯

শিক্ষার্থীদের খাবারের কষ্ট উপলব্ধির জন্য উপাচার্য ও প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে একবেলা খেয়ে দেখার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ। রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমিন ও দপ্তর সম্পাদক রুহুল আমিনের নেতৃত্বে শিক্ষার্থীরা উপাচার্যের কক্ষে গিয়ে এ আমন্ত্রণপত্র দেন।

এর আগে ক্যান্টিনের খাবারের দাম কমানো ও মান বাড়ানোর দাবিতে এক ঘণ্টা ক্যান্টিন ধর্মঘট পালন করে সংগঠনটি। এসময় ছাত্র ইউনিয়ন নেতা আল আমিন বলেন, ‘আপনার (উপাচার্য) জন্য প্রতিদিন কেএফসি অথবা ঘরোয়া রেস্টুরেন্ট থেকে খাবার আনা হয়। আমাদের সাথে একবেলা খেলেই আমাদের কষ্টটা আপনারা বুঝতে পারবেন।’

অবস্থান ধর্মঘট থেকে আল আমিন বলেন, ‘আমরা বিগত ১৫ দিন যাবৎ ক্যান্টিনের খাবারের দাম কমাতে ও মান বাড়াতে আন্দোলন করে যাচ্ছি। আমরা খাবারের দাম কমাতে একটি মূল্য তালিকা লাগিয়ে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দিকে কোনো দৃষ্টি রাখেননি। তারা বিশ্বাস করতে পারেন না আমরা কতটা নিম্নমানের খাবার খেয়ে ক্যাম্পাস জীবন অতিবাহিত করি।’

তিনি বলেন, ‘উপাচার্যসহ প্রশাসনকে আসছে রোববার (১২ ফেব্রুয়ারি) ক্যান্টিনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একবেলা খাবার গ্রহণের নিমন্ত্রণ জানাচ্ছি। তবে এ ক্ষেত্রে শর্ত হলো সেদিন কোনো ভিন্ন প্রকারের খাবারের ব্যবস্থা করতে পারবে না ক্যান্টিনের পরিচালক। আমরা প্রতিদিন ক্যান্টিনে যা খাই তাই খেতে হবে। খাবারের বিল ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে দেয়া হবে।’

এসজে/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh