• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতীয় হাতি উদ্ধারে প্রস্তুতি সম্পন্ন

অনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট ২০১৬, ১৩:০৩

বন্যার পানিতে ভেসে আসা হাতি উদ্ধারে ভারত থেকে একটি প্রতিনিধি দল জামালপুরে এসেছেন।

বৃহস্পতিবার বিকেলে আসাম থেকে সরিষাবাড়িতে পৌঁছান বন্যপ্রাণী বিশেষজ্ঞ দলটি। সর্বশেষ হাতিটি অবস্থান সরিষাবাড়ী উপজেলার ঝালোপাড়া এলাকায়।

ভেটেরিনারি সার্জন সৈয়দ হোসেনসহ ১৭ সদস্যের কারিগরি দল কয়েকদিন ধরেই অবস্থান নিয়েছেন হাতির আশপাশে। স্থানীয় প্রশাসনের একটি দলও রয়েছেন তাদের সঙ্গে। দু’দেশের প্রতিনিধিরা হাতিটি উদ্ধারে কাজ করবেন বলে জানা গেছে।

সৈয়দ হোসেন বৃহস্পতিবার বিকেলে জানান, ‘উদ্ধার অভিযানের সব প্রস্তুতি গুছিয়ে রাখা হয়েছে। এ উদ্ধারের নাম হতে পারে ‘বন্যপ্রাণীর জন্যে ভালোবাসা’। ট্রাঙ্কুলাইজ গান, ড্রাগস, রশি, মাহুত, খাবার ও পরিবহন প্রস্তুত। এক কিলোমিটার এলাকা নিরাপদ রাখতে বলা হয়েছে।’

তিনি আরো জানান, কোনো ধরনের ক্যাজুয়ালটি ছাড়াই তাকে উদ্ধারের জন্য আমরা প্রস্তুত।

উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে এ কর্মকর্তা বলেন, হাতিটিকে শুকনো এলাকায় খাবার দিয়ে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। শুকনো জায়গায় উঠলেই ফেভারেবল কন্ডিশন পেলেই তাকে ট্রাঙ্কুলাইজ করা হবে। এরপর ট্রাকে তুলে নিরাপদ জায়গায় নেয়া হবে।

বন অধিদপ্তরের বিশেষজ্ঞ সাবেক উপ-প্রধান বন সংরক্ষক ড. তপন কুমার দে, উপ-বন সংরক্ষক সাহাব উদ্দিন এবং ভারতীয় প্রতিনিধি দলের তিন বিশেষজ্ঞ রিতেশ ভট্টচার্য্য, কৌশিক রায় ও এস এ তালুকদার ঢাকা থেকে সরিষাবাড়িতে পৌঁছেছেন।

গেল ২৮ জুন কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে ভেসে আসে একটি ভারতীয় বনো হাতি। এরপর বগুড়ার সারিয়াকান্দি হয়ে যমুনা নদীর পানিতে ভেসে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম ছিন্নার চরে ১১ দিন অবস্থান করে। ২৭ জুলাই হাতিটি সরিষাবাড়ী উপজেলায় আসে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh