• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বইমেলায় আসছে ছাত্রলীগ সভাপতির বই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জানুয়ারি ২০১৭, ১৮:২১

বই লিখলেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। নাম ‘ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস'। এর প্রথম খণ্ড আসছে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে।

বইটিতে ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত ছাত্রলীগের উত্থান পতনের নানা ঘটনা ঠাঁই পেয়েছে। ছাত্রলীগের জন্ম, তিলে তিলে বেড়ে ওঠার পথ পরিক্রমা, ছাত্রলীগ কর্মী হিসেবে ঊনসত্তরের গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্রিয় অবদানসহ সংগঠনটির নানা ঘটনাবলী ও ইতিহাস তুলে ধরা হয়েছে।

বইটি সম্পর্কে সাইফুর রহমান সোহাগ বললেন, বাংলাদেশের ইতিহাসে ছাত্রলীগ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘদিন থেকেই রাজনীতির পাশাপাশি ছাত্রলীগের অতীত ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করেছি। সংগঠনের ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস সম্পর্কে অর্জিত জ্ঞানটুকু বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই এটি লেখা হয়েছে।

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh