• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সাকা চৌধুরীর রায় ফাঁসের রায় ১৪ আগস্ট

অনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট ২০১৬, ১৮:০২

সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতাবিরোধী রায়ের খসড়া ফাঁসের মামলার রায় ১৪ আগস্ট।

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম ওইদিন এ মামলার রায় ঘোষণা করবেন।

এ মামলার আসামিরা হলেন, তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরীর, আইনজীবী ফখরুল ইসলাম, ম্যানেজার মাহবুবুল আহসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী ফারুক আহমেদ ও নয়ন আলীর।

আদালতের স্পেশাল পিপি জানান, যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ছাড়া বাকি সব আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

২০১৩ সালের ০১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১। তবে রায়ের আগেই সাকা চৌধুরীর স্ত্রী ও তার পরিবারের সদস্য এবং আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা ‘রায়ের খসড়া কপি সাংবাদিকদের দেখান এবং স্পাইরাল বাইন্ডিং করা কপি নিয়ে ট্রাইব্যুনালের এজলাসকক্ষে যান।

রায় ঘোষণার পরদিন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি জিডি করেন। এ মামলায় তাদের আসামি করা হয়।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh