• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জুমার নামাজে তুরাগতীরে লাখো মুসল্লি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জানুয়ারি ২০১৭, ১৭:৫১

টঙ্গীর তুরাগতীরে ইজতেমায় জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। ইমামতি করেন কাকরাইল মসজিদের ইমাম রবিউল হক। শুক্রবার ফজরের নামাজের পর দিল্লির মাওলানা মোহাম্মদ শামীমের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩ দিনের ৫২তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বয়ানের বাংলা তরজমা করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান।

এর আগে জুমার নামাজে অংশ নিতে ভোর থেকেই ইজতেমা মাঠে আসতে শুরু করেন মুসল্লিরা। দুপুর ১২টার মধ্যে লোকেলোকারণ্য হয়ে যায় মাঠ। অনেকে মাঠে স্থান না পেয়ে মহাসড়ক ও অলি-গলিসহ বিভিন্ন স্থানে জুমার নামাজ আদায় করেন। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আসছে ২২ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এত অংশ নিয়েছে দেশের ১৭টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। তাদের নিয়েও চলছে আলাদা বয়ান।

এবারের ইজতেমায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তাবলিগ মারকাজের শুরা সদস্য ও বুজর্গরা বয়ান করেন। মূল বয়ান উর্দুতে হলেও বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসিসহ বিভিন্ন ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করা হয়। ইজতেমায় বিভিন্ন ভাষাভাষী মুসল্লিরা আলাদা আলাদা বসেন এবং একজন মুরব্বি মূল বয়ানকে তাৎক্ষণিক অনুবাদ করে শোনান।

৫২তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুক্রবার সকাল পর্যন্ত ১ হাজার ৫শ’ ২৭ জন বিদেশি মুসল্লি উপস্থিত হয়েছেন। গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মোমিনুল ইসলাম এ তথ্য জানান।

এরমধ্যে নাইজেরিয়া, পানামা, মিসর, ওমান, সুদান, সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, কাতার, অস্ট্রেলিয়া, বরুনাই, কানাডা, কম্বোডিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, ইরান, জাপান, মাদাগাস্কার, মালি, সেনাগাল, দক্ষিণ আফ্রিকা, তাঞ্জেনিয়া, ত্রিনিদাদ, রাশিয়া, আমেরিকা, বেলজিয়াম, ক্যামারুন, চীন, ফিজি, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইটালি, কেনিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সুইডেন, থাইল্যান্ড, তুর্কি, যুক্তরাজ্য, কোরিয়া, আলজেরিয়া, ইরাক, ফিলিস্তিন, কুয়েত, মরক্কো, কাতার, সোমালিয়া, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন, বাহরাইন, জর্দান, মৌরিতানিয়া, দুবাইসহ বিভিন্ন রাষ্ট্রের মুসল্লিরা রয়েছেন।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh