• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

অনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি ২০১৭, ০৮:৫৭

টঙ্গীর তুরাগ নদীর তীরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ (শুক্রবার) ফজর নামাজের পর তাবলীগের শীর্ষ মুরব্বীরা আম বয়ান শুরু করেন।

রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলীগ জামাতের এবারের দ্বিতীয় পর্ব।

এরইমধ্যে লাখো মানুষের ঢল মেছে তুরাগ তীরে। ঈমান, আমল ও আখলাকের ওপর বয়ান করবেন মুরব্বীরা।

দ্বিতীয় ধাপে অংশ নিয়েছে ঢাকা, মেহেরপুর, লালমনিরহাট, রাজবাড়ী, দিনাজপুর, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, বাগেরহাট, চাঁদপুর, পাবনা, নওগাঁ, কুষ্টিয়া, বরগুনা ও বরিশাল জেলার মুসল্লিরা। এছাড়া থাকছে বিদেশি কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি।

এর আগে গেলো ১৩ জানুয়ারি শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়ে প্রথম ধাপ শেষ হয় ১৫ জানুয়ারি।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh