• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আইফোন বিস্ফোরণে আহত ১

অনলাইন ডেস্ক
  ০৩ আগস্ট ২০১৬, ১৯:০১

প্যান্টের পকেটে থাকা আইফোন-৬ বিস্ফোরণে নিউ সাউথ ওয়েলসের এক বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

দৈনিক টেলিগ্রাফের বরাত দিয়ে বুধবার এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৩৬ বছরের গ্যারেথ ক্লিয়ার গেল রোববার মোটরসাইকেলে চড়ার সময় হঠাৎ ধোঁয়া দেখতে পান। তিনি ভেবেছিলেন এ ধোঁয়া মোটরসাইকেলেরই। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড শব্দে তার প্যান্টের পেছনের পকেটে থাকা আইফোনটি বিস্ফোরিত হয়। এতে তার হাঁটুর পেছনের অংশ মারাত্মক ঝলসে যায়। তার পরিমাণ এতটাই যে তাকে অস্ত্রোপচার করাতে হচ্ছে।

গ্যারেথ জানান, অনেক বছর ধরে এই একটি ফোনই ব্যবহার করছিলাম। কার্যতই ফোনটির নানা পার্টস দুর্বল হয়ে পড়েছিল। হয়তো সে কারণেই এটা হতে পারে।

নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দা উই ওয়াং বলেন, লিথিয়াম আয়ন ব্যাটারির কারণে ফোনটির বিস্ফোরণ হতে পারে। এটি অস্বাভাবিক কিছু নয়। তবে ফোনের ত্রুটিপূর্ণ নকশার কারণেও এ ঘটনা ঘটতে পারে।

তবে এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি অ্যাপল।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh