• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিপথগামীদের জন্য মেসেজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জানুয়ারি ২০১৭, ১৮:১৩

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলায় একসঙ্গে এতো র‌্যাব সদস্যের সাজা ও মৃত্যুদণ্ডই প্রমাণ করে, দেশে আইনের শাসন রয়েছে। কোন বাহিনীর সদস্য হিসেবে নয় সবার বিচার হয়েছে ব্যক্তিগত অপরাধে।এ রায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিপথগামী সদস্যদের জন্য মেসেজ।

বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সচিবালয়ে সোমবার রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি।

নারায়গঞ্জের ৭ খুন মামলায় নূর হোসেন ও র‌্যাব-১১-র সাবেক কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল সাঈদ তারেকসহ ২৬ জনের ফাঁসি ও বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ রায় দেন।
যারা দুষ্কর্ম করবে, তারা আইন-শৃঙ্খলা বাহিনীর হোক, কিংবা যেই হোক-কেউ বাদ যাবে না।কেউ আইনের ঊর্ধ্বে নেই, এ রায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের জন্য সেই মেসেজ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী সঠিকভাবেই চিহ্নিত করে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ চার্জশিট দিতে পেরেছিল। সেজন্য একটি জাতি ও ভিকটিম যারা-সবাই সঠিক বিচার পেয়েছে।

এসজেড

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh