• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গিনেস বুকে নাম লেখাতে বিজ্ঞান ক্লাস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জানুয়ারি ২০১৭, ১৫:৪২

গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখাতে বাংলাদেশে বসেছে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ক্লাস। বুধবার সকালে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা মাঠে এ ক্লাস শুরু হয়। এর সার্বিক ত্বত্তাবধানে আছেন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল।

এর আগে অস্ট্রেলিয়ায় ২ হাজার ৯শ’ শিক্ষার্থী নিয়ে হয়েছিলো সবচেয়ে বড় বিজ্ঞান ক্লাস। সেটিকে পেছনে ফেলে উপজেলার ২৩টি প্রাথমিক ও ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজার ২শ’ শিক্ষার্থী নিয়ে এবার কুলিয়ারচরে বসেছে বিজ্ঞানের এ আসর। আর তাতেই গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞান ক্লাস পরিচালনায় অধ্যাপক জাফর ইকবালকে সহযোগিতা করছেন কুলিয়ারচরের বিভিন্ন স্কুল ও কলেজের বিজ্ঞান ও আইসিটি বিষয়ের ৮০ জন শিক্ষক।

অধ্যাপক জাফর ইকবাল বলেন, এটি বাংলাদেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত। শিশুদের মধ্যে বিজ্ঞান বিষয়ে যে ভয় আছে তা দূর করতে সাহায্য করবে বিজ্ঞান ও আইসিটি ক্লাস।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh