• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হজযাত্রীদের খুঁজতে ‘কবজি বেল্ট’!

অনলাইন ডেস্ক
  ০২ আগস্ট ২০১৬, ১৪:২৫

বেসরকারি হজযাত্রীদের জন্য ইলেকট্রনিক কবজি বেল্ট ব্যবহার বাধ্যতামূলক করেছে সৌদি সরকার।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হারিয়ে যাওয়া হজযাত্রীদের কবজি বেল্টের মাধ্যমে সহজেই খুঁজে বের করে স্বেচ্ছাসেবকরা গন্তব্যে পৌঁছেবেন।

জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মুহাম্মদ মাকসুদুর রহমান ঢাকা হজ অফিসকে এ বিষয়টি নিশ্চিত করেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কবজি বেল্টে হজযাত্রীদের নাম ঠিকানাসহ প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত সংরক্ষিত থাকবে। হাজীদের উন্নত সেবা নিশ্চিত করতেই সৌদি সরকারের এ উদ্যোগ।

চলতি বছর বেসরকারি পর্যায়ে ৯৬ হাজারেরও বেশি বাংলাদেশি হজে যাবেন। তাই সব হাজিদের ‘কবজি বেল্ট’ প্রাপ্তি নিশ্চিত করতে এজেন্সিস অব বাংলাদেশ (হাব) নেতাদের অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh