• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঘুষ নেয়ায় উপসচিব কারাগারে

অনলাইন ডেস্ক
  ০৯ জানুয়ারি ২০১৭, ১৯:৫৩

ঘুষের টাকা নেয়ার সময় হাতেনাতে আটক সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসচিব মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সত্যব্রত শিকদার এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপসচিবকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারগারে পাঠানোর আদেশ দেন।

গেলো রোববার রাজধানীর খিলগাঁওয়ের একটি ফাস্ট ফুডের দোকানে ইজারাগ্রহীতা থেকে দ্বিতীয় দফায় ঘুষ নেয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে দুদক।

মিজানুর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি সড়ক ও জনপথ অধিদপ্তরের এলেনবাড়ি কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

দুদক সুত্র জানায়, সড়ক ও জনপথের ইজারাগ্রহীতা মাইনুদ্দিন চৌধুরীর অভিযোগে এ অভিযান চালায় দুদক। একটি তদন্ত প্রতিবেদনের জন্য মিজানুর এর আগে এক লাখ ৯০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ করেন মাইনুদ্দিন। পরে আরো ৯ লাখ টাকা দাবি করেন এ উপসচিব। পরে দুদকের কাছে মাইনুদ্দিন অভিযোগ করেন।

দুদক মিজানুরকে হাতেনাতে ধরতে ফাঁদ পাতে। এসময় ৫০ হাজার টাকা নিয়ে মিজানুরের সঙ্গে ফাস্ট ফুডের দোকানে দেখা করেন মাইনুদ্দিন। পরে অবস্থান করা দুদকের একটি দল ঘুষের টাকা নেয়ার সময় মিজানকে হাতেনাতে গ্রেপ্তার করে।

পরে দুদকের সহকারি পরিচালক মনিরুল ইসলাম বাদি হয়ে খিলগাঁও থানায় মামলা করেন।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh