• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরতের নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জানুয়ারি ২০১৭, ১৩:২৭

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরতের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

চিকিৎসার জন্য পাসপোর্ট ফেরত চেয়ে করা পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি করে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শুনানিতে আমার দেশ সম্পাদকের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও তানভীর আহমেদ আল আমীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি বলেন, পাসপোর্ট জমা রাখা শর্তে মাহমুদুর রহমানকে জামিন দেন আপিল বিভাগ। পরে তিনি ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন। আদালত আবেদন আমলে নিয়ে নতুন আদেশ দেন।

আইনজীবী তানভীর আহমেদ আল আমীন জানালেন, আদেশ অনুলিপি পাবার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে মাহমুদুর রহমানকে পাসপোর্ট ফেরতের নির্দেশ দেয়া হয়েছে। এখন চিকিৎসার জন্য বিদেশ যেতে আর কোনো বাধা নেই। এছাড়া তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজকে বোর্ড গঠনেরও নির্দেশ দেয়া হয়েছে।

২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন মাহমুদুর রহমান। ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর তিনি জামিন পান।

এইচটি/এসজেড

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh