• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

হাসনাত করিমের জামিন ফের নামঞ্জুর

অনলাইন ডেস্ক
  ০৪ জানুয়ারি ২০১৭, ১৩:৫৯

গুলশান হলি আর্টিসাসনে হামলার একমাত্র আসামি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়লে সাবেক শিক্ষক হাসনাত করিমের জামিন ফের নাকচ করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তার জামিন আবেদন নাকচ করেন।

এর আগে গেলো বছরের ২৪ আগস্ট হাসনাত করিমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান ঢাকা মহানগর হাকিম মো. সাজ্জাদুর রহমান।

বুধবার হাসনক করিমের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মো. মইনুল হোসেন। শুনানিতে তিনি বলেন, গুলশান হামলা মামলার এজাহারে আসামির নাম নেই। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি আটক আছেন তাই আসামিকে জামিন দেয়া হোক।

শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন।

গেলো বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিসান রেস্তোঁরায় ভয়াবহ জঙ্গি হামলা হয়। ওই হামলায় ১৭ বিদেশি, ২ পুলিশ কর্মকর্তাসহ ২২জন মারা যান। পরের দিন সকালে যৌথবাহিনীর অভিযানে ৫ জঙ্গি নিহত হয়।

হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের করা মামলায় ৩ আগস্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিমকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। পরে ১৩ আগস্ট গুলশান হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এইচটি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh