• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অনির্দিষ্টকালের ধর্মঘটে অ্যাম্বুলেন্স সমিতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ ডিসেম্বর ২০১৬, ২১:৩৭

শনিবার দিবাগত রাত ১২টা থেকে ৬ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমবায় সমিতি। অন্যান্য অ্যাম্বুলেন্স মালিক সমিতি এই ধর্মঘটে একাত্মতা ঘোষণা করেছে।

সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস না পাওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে সমিতি কর্তৃপক্ষ।

সমিতির নেতাদের অভিযোগ, বিআরটিএ থেকে অ্যাম্বুলেন্সকে রুট পারমিট দেয়া হয় না, তবু রাস্তায় বের হলেই পুলিশ সার্জেন্টরা রুট পারমিট দেখতে চান।

এ নিয়ে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মামলা দেয়- অ্যাম্বুলেন্স কেন সিএনজি করা হয়েছে।

তারা আরো অভিযোগ করেন, রাস্তায় বের হলেই ৫ হাজার থেকে ১০ হাজার টাকার পর্যন্ত মামলা করা হয়। এছাড়া পুলিশ সার্জেন্টদের দুর্ব্যবহার, নগদ টাকার কারবারসহ অন্যান্য হয়রানি নিয়েও তারা ক্ষুব্ধ।

এসজে/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh