• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

১ যুগে আরটিভি, নানা শ্রেণি-পেশার মানুষের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
  ২৬ ডিসেম্বর ২০১৬, ১২:৩১

দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি’র ১ যুগ পূর্তিতে শুভেচ্ছা জানাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। সকাল ১১টায় তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিওতে কেক কেটে ১ যুগে পদার্পণের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অতিথিদের শুভেচ্ছা জানান আরটিভি’র ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

কেক কাটার আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংসদ কাজল ইসলাম, সাংসদ বেগম নূরজাহান মুক্তা, পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেন। সংস্কৃতিব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন নাট্যজন আতাউর রহমান, সঙ্গীতশিল্পী ফকির আলমগীর, অভিনেতা তারিক আনাম খান, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, সাংবাদিক নঈম নিজাম।

আব্দুর রাজ্জাক বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে ইলেক্ট্রনিক মিডিয়াকে বড় ভূমিকা রাখতে হবে। আরটিভি এক্ষেত্রে সরকারের পাশে থাকবে বলে আমরা বিশ্বাস করি।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, সরকার মিডিয়া বান্ধব। সবসময় সাংবাদিকদদের কল্যাণে কাজ করে আসছে। সাংবাদিকদদেরও সরকারকে সহযোগিতা করতে হবে।

রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষা-সংস্কৃতির প্রসারে আরটিভি ভূমিকা অতুলনীয়।

আলী ইমাম বলেন, প্রযুক্তিগত ক্ষমতার সঙ্গে মমতাকে মিশিয়েছে আরটিভি। এই ধারা অব্যাহত রাখতে হবে।

আসাদুজ্জামান মিয়া বলেন, দেশের ইতিহাস ঐতিহ্য রক্ষা করতে বড় ভূমিকা রাখছে আরটিভি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে নিয়ামকের ভূমিকায় রয়েছে প্রতিষ্ঠানটি।

তোফায়েল আহমেদ বলেন, আরটিভি সবসময় নিরপেক্ষ থেকে কাজ করে। সমালোচনার পাশাপাশি সরকারের ভাল কাজেরও প্রশংসা করে তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, একবিংশ শতাব্দী তথ্যের শতাব্দী। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জগতে সঠিক তথ্য উপস্থাপন গুরুত্বপূর্ণ দায়িত্ব। আরটিভিকে সেই ধারা অব্যাহত রাখতে হবে।

হাসান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে চলেছে। আরটিভি সেই চেতনাকে শাণিত করবে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আরটিভি সরকারের সমালোচনা করবে, আওয়ামী লীগের সমালোচনা করবে। কিন্তু আমি চাই সবসময় সত্য কথা বলবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, আরটিভি এখন কৈশোর অতিক্রম করছে। কিন্তু এরইমধ্যে গণমানুষের হৃদয় জয় করে তার মেধাশক্তি দেখিয়ে দিয়েছে।

এছাড়াও আরটিভিকে শুভেচ্ছা জানাতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। এই উন্নয়নের ভাগীদার আরটিভিও। কারণ, আরটিভি দেশের বিপদে আপদে সব সময় দেশের সঙ্গে থেকেছে।

অন্যদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশ মা মাটির পাশে দাঁড়ানো গণমাধ্যমের কাজ। আরটিভি এক যুগ ধরে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করে আসছে।

এসজে / ওয়াই / জেএইচ / এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh