• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফোনে চুমু দেয়ার যন্ত্র, বাস্তবের অনুভূতি

প্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ ডিসেম্বর ২০১৬, ১৯:০৮

প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছে বিশ্ব। প্রযুক্তি কমিয়ে আনছে দূরত্ব, বাড়িয়ে দিচ্ছে অনুভূতি প্রকাশের মাত্রা। সম্প্রতি অনলাইনে চুমু দেয়ার ডিভাইস বা যন্ত্র আবিষ্কার করেছে লন্ডন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল।

বর্তমানে অনলাইনে কথা বলা এবং একজন আরেকজনকে দেখতে পারলেও স্পর্শ করতে পারেন না একে অপরকে। কিন্তু নতুন ডিভাইসের মাধ্যমে তারা ইন্টারনেটের মাধ্যমে চুম্বন আদানপ্রদান করতে পারবেন। আলোচিত এ যন্ত্রের নাম রাখা হয়েছে ‘কিসেঞ্জার’।

গবেষণা দলের সদস্য ইয়াং ঝ্যাং জানান, স্মার্টফোনের সঙ্গে এটি যুক্ত করা হয়। এতে একটি প্লাস্টিক প্যাড আছে যাতে ঠোঁট স্পর্শ করলে ইন্টারনেটের মাধ্যমে সেই অনুভূতি অন্য প্রান্তের ডিভাইসে তার সঙ্গীর ঠোঁটে পৌঁছে যাবে।

তিনি আরো জানান, চাপ ধারণকারী সেন্সরের মাধ্যমে কাজ করে ‘কিসেঞ্জার’। অ্যাপের মাধ্যমে ডিভাইসটি চুম্বনের তথ্য ধারণ করে অপর ডিভাইসে তা পুনরায় সৃষ্টি করে। অ্যাপটিতে ভিডিও কলিংয়ের সুবিধাও রয়েছে।

ঝ্যাং বলেন, পুরোপুরি বাস্তব চুম্বনের অনুভূতি দেয়া এখনো সম্ভব নয়। সেটা তৈরি করতে এখনো বেশ খানিকটা সময় দরকার। এ প্যাডে যুক্ত হবে ঘ্রাণ। যা অনেকটাই মানুষের ঘ্রাণের মতো মনে হবে।

এসজে/ এস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh